হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা না দেওয়ায় গুলশানে নার্সারি ব্যবসায়ীকে গুলি

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে চাঁদা না পেয়ে দুর্বৃত্তের গুলিতে শরিফুল আলম করিম (৩৫) নামের এক নার্সারি ব্যবসায়ী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা সোয়া ২টার দিকে গুলশান-১ লেকপাড়ের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

আহত শরিফুল আলম করিম জানান, পেশায় তিনি নার্সারি ব্যবসায়ী। তাঁর বাসা দক্ষিণখান গাওয়াইর এলাকায়। মহাখালী এলাকায় তাঁর নার্সারি ব্যবসা রয়েছে। দুপুরে বাসা থেকে বাসে করে মহাখালী যচ্ছিলেন। পথে জ্যাম দেখে গুলশান এলাকায় নেমে হাঁটছিলেন।

শরিফুল আলম বলেন, ‘এ সময় তিন থেকে চারজন মাস্ক পরিহিত যুবক আমাকে ডেকে বলে, ‘এদিকে আসেন কথা আছে।’ না যেতে চাইলে জোর করে নিয়ে যায়। তাদের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে আমার পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায়।’ পরে স্বজনেরা খবর পেয়ে তাঁকে ঢাকা মেডিকেলে নেন।

শরিফুল আরও বলেন, ‘এক মাস আগে ‘পিচ্চি রুবেল’ নামের এক সন্ত্রাসী মোবইলে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ধারণা করছি, টাকা দিতে অস্বীকার করায় তার লোকজন আজ আমাকে গুলি করেছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গুলশান এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১