হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা না দেওয়ায় গুলশানে নার্সারি ব্যবসায়ীকে গুলি

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে চাঁদা না পেয়ে দুর্বৃত্তের গুলিতে শরিফুল আলম করিম (৩৫) নামের এক নার্সারি ব্যবসায়ী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা সোয়া ২টার দিকে গুলশান-১ লেকপাড়ের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

আহত শরিফুল আলম করিম জানান, পেশায় তিনি নার্সারি ব্যবসায়ী। তাঁর বাসা দক্ষিণখান গাওয়াইর এলাকায়। মহাখালী এলাকায় তাঁর নার্সারি ব্যবসা রয়েছে। দুপুরে বাসা থেকে বাসে করে মহাখালী যচ্ছিলেন। পথে জ্যাম দেখে গুলশান এলাকায় নেমে হাঁটছিলেন।

শরিফুল আলম বলেন, ‘এ সময় তিন থেকে চারজন মাস্ক পরিহিত যুবক আমাকে ডেকে বলে, ‘এদিকে আসেন কথা আছে।’ না যেতে চাইলে জোর করে নিয়ে যায়। তাদের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা পিস্তল দিয়ে আমার পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায়।’ পরে স্বজনেরা খবর পেয়ে তাঁকে ঢাকা মেডিকেলে নেন।

শরিফুল আরও বলেন, ‘এক মাস আগে ‘পিচ্চি রুবেল’ নামের এক সন্ত্রাসী মোবইলে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ধারণা করছি, টাকা দিতে অস্বীকার করায় তার লোকজন আজ আমাকে গুলি করেছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গুলশান এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ