হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদ অর্জন: আটকে গেল ডিআইজি মিজানের কারামুক্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই বিষয়ে শুনানির জন্য পাঠানো হয়েছে। এর ফলে মিজানের কারামুক্তি আটকে গেল বলে জানিয়েছেন আইনজীবীরা। 

এর আগে গত ১৫ নভেম্বর হাইকোর্ট মিজানুর রহমানকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আজ রোববার দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মিজানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। 

অবৈধ সম্পদ অর্জনের এই মামলায় গত ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মিজানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান তিনি। 

অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার দায়ে একই মামলায় মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগনে মাহমুদুল হাসান ও ভাই মাহবুবুর রহমানকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে মিজানকে দেড় লাখ টাকা জরিমানাও করেন আদালত। অনাদায়ে তাকে আরও নয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

২০১৯ সালের ২৪ জুন দুদক মামলাটি দায়ের করে। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির