হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে বাড়ির পাশে ঘাস দিয়ে ঢাকা ছিল গৃহবধূর লাশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুরে লাশের পাশে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা দেওয়া এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নারীর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আমিনা আসন্ন কোরবানির ঈদের পশু কেনার বিষয়ে কথা বলতে গতকাল বুধবার রাত ৮টার দিকে বাড়ির পাশে দেবরদের বাড়িতে যান। এদিকে আমিনার ছেলেমেয়ে মায়ের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে আমিনার মেয়ে লিতু আক্তার বাড়ির পশ্চিমে সড়কের পাশে ধানখেতে মায়ের লাশ দেখতে পায়। লাশটি উপুড় হয়ে পড়েছিল এবং শরীর আংশিক ঘাস দিয়ে ঢাকা ছিল। এ সময় লিতুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন।

সখীপুর থানার ওসি জাকির বলেন, আমিনার গলায় ওড়না প্যাঁচানো, মাথা ঘাস দিয়ে ঢাকা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে