হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে বাড়ির পাশে ঘাস দিয়ে ঢাকা ছিল গৃহবধূর লাশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুরে লাশের পাশে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা দেওয়া এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নারীর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আমিনা আসন্ন কোরবানির ঈদের পশু কেনার বিষয়ে কথা বলতে গতকাল বুধবার রাত ৮টার দিকে বাড়ির পাশে দেবরদের বাড়িতে যান। এদিকে আমিনার ছেলেমেয়ে মায়ের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে আমিনার মেয়ে লিতু আক্তার বাড়ির পশ্চিমে সড়কের পাশে ধানখেতে মায়ের লাশ দেখতে পায়। লাশটি উপুড় হয়ে পড়েছিল এবং শরীর আংশিক ঘাস দিয়ে ঢাকা ছিল। এ সময় লিতুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন।

সখীপুর থানার ওসি জাকির বলেন, আমিনার গলায় ওড়না প্যাঁচানো, মাথা ঘাস দিয়ে ঢাকা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির