হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আমেরিকার জোরে বিএনপি লাফাচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘোষণা দেন পরাজিত হলে নির্বাচন মানি না, তারাই আজ আমাদের গণতন্ত্রের সবক দিচ্ছে। আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, সেই শক্তির জোরে বিএনপি লাফাচ্ছে।’ 

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নির্দেশে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং ও চেতনা জমা দেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। যারা দেশের স্বাধীনতার পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে, তাদের মোকাবিলা করতে হবে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব তিন মাস আগে বলেছিলেন বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক ভালো। আসলে পাকিস্তানের পতাকা তাদের অন্তর থেকে যায়নি। পাকিস্তানকে তারা ভুলতে পারেনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও নেতা-কর্মীরা।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ