হোম > সারা দেশ > ফরিদপুর

হাঁসে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পতন্দরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল শেখ (২৩) ছন্দু শেখের ছেলে। আহত ছন্দু শেখ (৫০) ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৪০) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, একই গ্রামের ছন্দু শেখের হাঁস প্রতিবেশী হাসেম খানের ধানখেতে গিয়ে প্রতিদিন ধানের ক্ষতি করত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দিন যাবৎ কথা-কাটাকাটি হয়। গতকাল শনিবার সন্ধ্যায় দুই পরিবারের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় লাঠিসোঁটা এবং অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে রাসেল শেখ আহত হন। গুরুতর আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২