হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাবির বাসে সংঘবদ্ধ হামলা, ৭ শিক্ষার্থী আহত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে সংঘবদ্ধ হামলায় সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে। 

আহত একজন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান শুভ। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। 

উয়ারি-বটেশ্বর রুটের বিকেলের শিফটের (৪টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছাড়ে) বাসে এ হামলা হয়। 

প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত আশিকুর রহমান বলেন, ‘একজন মোটরসাইকেল আরোহী সাইড না দিয়ে বাজে আচরণ করলে চালকের সঙ্গে ঢাবির বাস ড্রাইভারের বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। এরপর ওই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে গ্লাস ভেঙে কয়েকজন মেয়ে আহত হয়। এরপর বাসের বাকিরা প্রতিবাদ জানালে স্থানীয় আরও অনেকে জড়ো হয়ে বাসে ভাঙচুর করে।’ 

গাড়ির চালকের সূত্রে উয়ারি-বটেশ্বর পরিবারের সভাপতি মারুফ আহমেদ বলেন, ‘ভূলতা ফ্লাইওভারের নিচে আমাদের গাড়ি থামে। ওখানে শিক্ষার্থীরা নামেন। আজকে আমাদের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের কোনো কারণে ঝামেলা হয়। এতে মোটরসাইকেল আরোহীর পেছনে বসা লোক বাসের গ্লাস লক্ষ্য করে ইট ছোড়ে। ফলে কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা নেমে তাদের শাসান। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক আরও অনেকজনকে জড়ো করে বাস ভাঙচুর করে। সেখানে জ্যাম থাকায় আমাদের গাড়ি সরে যেতে পারেনি।’ 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘মূল ঘটনা জানা যায়নি। একেকজন একেক কথা বলছেন। তবে আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশকে অবহিত করা হয়েছে যেন ঘটনাটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির