হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রবাসীর স্ত্রী খুন: ভাড়াটে খুনিদের চালান ভারতে পলাতক দাগি আসামিরা, বলছে পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় আরও দুজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে থাকা কিছু দাগি আসামির নির্দেশনায় দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে। 

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ এবং ছয়টি ককটেল বোমা উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘গত শুক্রবার পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ও পুলিশের তদন্তে বেড়িয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছেন। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি চক্র হত‍্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশের তদন্তে যাদের নাম উঠে এসেছে, তাদের অনুসরণ করে গতকাল (রোববার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ