হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রবাসীর স্ত্রী খুন: ভাড়াটে খুনিদের চালান ভারতে পলাতক দাগি আসামিরা, বলছে পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় আরও দুজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে থাকা কিছু দাগি আসামির নির্দেশনায় দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে। 

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ এবং ছয়টি ককটেল বোমা উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘গত শুক্রবার পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ও পুলিশের তদন্তে বেড়িয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছেন। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি চক্র হত‍্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশের তদন্তে যাদের নাম উঠে এসেছে, তাদের অনুসরণ করে গতকাল (রোববার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব