নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর দেয়াল ধসে পড়ায় সাতজন পথচারী আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টায় নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ। তিনি জানান, দোতলা ভবনটির নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত আছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।