হোম > সারা দেশ > ঢাকা

‘বাংলাদেশে এডিস মশা ছিল না, ফ্লাইটে আসতে পারে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমাদের দেশে তো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। বাইরের দেশ থেকে এই মশা আমাদের দেশে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

আজ রোববার সচিবালয়ে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা নিয়ে এক বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে তো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা তো বাইরে থেকে আসছে। ফ্লাইটে করে প্যাসেঞ্জার আসছিল অথবা দুটি মশা আসছে। দুটি মশা এখানে এসে কোনো না কোনো বাহিত (ডেঙ্গু) ছিল, সে আরও মশা প্রজনন করেছে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও আমরা অস্বস্তিতে রয়েছি। দেশে ২৬ অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘২০১৯ সাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ২০২০ সালে সফলতা দেখাতে সক্ষম হয়েছি। ২০২২ সালে পরিস্থিতির অবনতি হয়েছে। যদিও পার্শ্ববর্তী দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।’

সভায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট