হোম > সারা দেশ > ঢাকা

‘বাংলাদেশে এডিস মশা ছিল না, ফ্লাইটে আসতে পারে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমাদের দেশে তো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। বাইরের দেশ থেকে এই মশা আমাদের দেশে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

আজ রোববার সচিবালয়ে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা নিয়ে এক বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে তো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা তো বাইরে থেকে আসছে। ফ্লাইটে করে প্যাসেঞ্জার আসছিল অথবা দুটি মশা আসছে। দুটি মশা এখানে এসে কোনো না কোনো বাহিত (ডেঙ্গু) ছিল, সে আরও মশা প্রজনন করেছে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও আমরা অস্বস্তিতে রয়েছি। দেশে ২৬ অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘২০১৯ সাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ২০২০ সালে সফলতা দেখাতে সক্ষম হয়েছি। ২০২২ সালে পরিস্থিতির অবনতি হয়েছে। যদিও পার্শ্ববর্তী দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।’

সভায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ