হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

আজ রোববার দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে আবাসিক ও শিল্প এলাকার সামনে ট্রাকস্ট্যান্ড নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে ট্রাকস্ট্যান্ড করা হলে বহিরাগতদের আড্ডা ও মাদকের আখড়া গড়ে উঠবে। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার শ্রমিকের চলাচলে বিঘ্ন ঘটবে। এমন অবস্থায় এই স্থানে ট্রাকস্ট্যান্ড না করতে জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তাঁরা।

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ শেষে মানববন্ধনের আয়োজকেরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, ‘শহরের যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ ছোট-বড় বিভিন্ন আকারের যানবাহন পার্কিংয়ের জন্য চারটি স্ট্যান্ড নির্মাণের কাজ করছে। আমরা চেষ্টা করব এখানে যেন মাদকের আড্ডা বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ