হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে একদিনে ১৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আলপিন-আল আমিন গ্রুপের লিডারসহ ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–৪। গতকাল রোববার শাহ আলী ও দারুস সালামের দিয়াবাড়ির মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।

গ্রেপ্তারকৃতরা হলেন—আরফিন ওরফে আলপিন (গ্রুপ লিডার) (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমিরে ফয়সাল (১৮), আল আমিন মৃধা (গ্রুপ লিডার) (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)। 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি চাকু,২টি ছুরি,২টি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সীম কার্ড এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাজহারুল ইসলাম জানিয়েছেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আলপিন গ্রুপের লিডার আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার প্রভৃতি দামি জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করত। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন মাজহারুল ইসলাম।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন