হোম > সারা দেশ > ঢাকা

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: ‎রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আব্দুর রাজ্জাক রিয়াদ। ছবি: সংগৃহীত

‎রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।

আজ ‎মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

‎তিনি বলেন, সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক চারটি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে কলাবাগান থানায় পৃথক একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

‎সাংবাদিকদের ‎এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন তাহলে এই অপরাধটা ঠেকানো যেত। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কী কারণে তাঁরা চাঁদা দিয়েছিলেন। তাঁদের কোনো দুর্বলতা ছিল কিনা।

‎রিমান্ডে থাকা সাবেক সমন্বয়কের বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দেখা গেছে। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারও দলীয় পরিচয় মুখ্য বিষয় না। আমরা সম্ভাব্য কারণ ও আর কেউ জড়িত আছে কিনা সেটা জানা যাবে। তদন্ত চলছে। ‎

১১ দিনে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তার বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে এসবি ও পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে তালেবুর রহমান বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যদি চেষ্টা করে তাহলে তাদের আইন অনুযায়ী মোকাবিলা করা হবে। এর বাইরে গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছি।’

অভিযোগ উঠেছে ‎রাতের অন্ধকারে থানায় বিভিন্ন দেনদরবার হয়। বিভিন্ন দলের নেতারা সেখানে গিয়ে আড্ডা দেন—এমন অভিযোগ প্রসঙ্গে ডিসি বলেন, ‘থানায় এমন সালিসের কোনো সুযোগ নেই। কোনো বাদী বা আসামি চাইলে মীমাংসার বিষয় আলোচনা করতে পারে। এর বাইরে থানায় বসে দেনদরবার করার সুযোগ নেই। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

‎‎মোহাম্মদপুরে কেন ছিনতাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না—এ প্রশ্নে ডিসি বলেন, ‘পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। এর বাইরে কিছু অপরাধ ঘটছে না তা না, তবে ঘটনা ঘটলে আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সহনীয় মাত্রায় রাখতে কাজ করছি। পাশাপাশি আমাদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সামনে নির্বাচনের প্রস্তুতি চলছে। আমাদের সদস্যদের মনোভাব পজিটিভ।’

‎নগরবাসীকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদের নিরাপত্তা ও নিরাপদ চলাচলে ডিএমপি আন্তরিকভাবে সার্বক্ষণিক কাজ করছে।’

আরও খবর পড়ুন:

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু