হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানার ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার ছাদ থেকে পা পিছলে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত প্রকৌশলী মো হামিদুর রহমান (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলিয়া এলাকার আব্দুল মান্নাফের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় লিডা ফ্যাশন অ্যান্ড ডাইং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানা ভবনের ছয়তলার ছাদে রঙের কাজ চলছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভবনের ছাদে ওঠে প্রকৌশলী হামিদুর রহমান কাজ পরিদর্শন করেন। এ সময়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। 

গুরুতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানার সহকারী প্রকৌশলী কাজ তদারকি করার সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারা যান। এ নিয়ে তার স্বজনদের কোনো সন্দেহ নেই। তাই তাদের আবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির