হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানার ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার ছাদ থেকে পা পিছলে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত প্রকৌশলী মো হামিদুর রহমান (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলিয়া এলাকার আব্দুল মান্নাফের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় লিডা ফ্যাশন অ্যান্ড ডাইং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানা ভবনের ছয়তলার ছাদে রঙের কাজ চলছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভবনের ছাদে ওঠে প্রকৌশলী হামিদুর রহমান কাজ পরিদর্শন করেন। এ সময়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। 

গুরুতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানার সহকারী প্রকৌশলী কাজ তদারকি করার সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারা যান। এ নিয়ে তার স্বজনদের কোনো সন্দেহ নেই। তাই তাদের আবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা