নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে স্ত্রীসহ বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
সাইফুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় প্রধান বিচারপতি বাসায় ফিরেছেন। তিনি (প্রধান বিচারপতি) বর্তমানে সুস্থ আছেন।
প্রধান বিচারপতি করোনা আক্রান্ত হয়ে ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগের দিন তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ হাসপাতালে ভর্তি হন।