হোম > সারা দেশ > ঢাকা

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

এ সময় পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করতে তারা ডাস চত্বরে জড়ো হতে থাকে। পরে রাত ১০টার পর মিছিল নিয়ে তারা ভিসি চত্বর, হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ যান।

শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় তারা ব্লকেড কর্মসূচি স্থগিত করে রাত পৌনে ১১টায় শাহবাগ চত্বরে সমাবেশ করেন। তবে সেখানে সমাবেশের ফলে যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

এ সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থীও অংশ নেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, কুয়েটে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা টেন্ডার আসে। এ টাকা আত্মসাৎ করার জন্য প্রতিটি ভিসি লাঠিয়াল বাহিনী রাখতো। আগের ভিসি রাখতো ছাত্রলীগকে। আর এই ভিসি ছাত্রদল, যুবদলদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারা লাঠিয়াল বাহিনী থেকে আরো এক ধাপ এগিয়ে রামদা বাহিনী তৈরি করেছে।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্তে বলিয়ান হয়ে কুয়েট ভিসিকে পদত্যাগ করাবোই বলে। এ সময় তিনি আগামীকাল বৃহস্পতিবার সকল ক্যাম্পাস থেকে কুয়েটের ভিসির পদত্যাগের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আজকে আমার ভাইয়ের যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন ভিসি নির্লজ্জের মতো গদিতে বসে আছে। ভিসির পদত্যাগ ছাড়া শিক্ষার্থীরা অনশন ভাঙবে না। স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা লং মার্চ টু কুয়েট কর্মসূচি দেবো।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল বলেন, কুয়েটের নির্লজ্জ ভিসি বলেছে, তিনি তার পদ থেকে নড়বে না। অনতিবিলম্বে কুয়েট ভিসি পদত্যাগ না করলে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াব।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু