ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের বাগান গেট থেকে একটি মানবভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভ্রুণটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সকালে খবর পেয়ে বাগান গেটে যাই। সেখানে ফেলে রাখা কাঠের মধ্যে পড়ে ছিল একটি মানবভ্রুণ। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে প্রশাসনিক ব্লকে বাগানের পাশ থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়। ভ্রূণটির মাথায় মগজ ছিল না।
ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে কেউ ভ্রূণটি সেখানে ফেলে গেছে।
এর আগে ৩০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশ থেকে একদিন বয়সী একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কুকুর নবজাতকটি মুখে করে নিয়ে যাচ্ছিল।