হোম > সারা দেশ > ঢাকা

দোহারে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই যুবক। 

আজ বুধবার বিষয়টি জানিয়েছেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘গত সোমবার এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ 

ভুক্তভোগী যুবকের নাম—আরাফাত হোসেন (১৯)। তিনি উপজেলার দোহার খালপাড় গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। 

মামলার এজাহারে ভুক্তভোগী আরাফাত হোসেন উল্লেখ করেন, গত রোববার সকাল সাড়ে ৭টায় আমি আমার ইয়ামাহা-১৬০ সিসি, এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল নিয়ে ইট কেনার জন্য উপজেলার ডাইয়ারকুম পিবিএফ ইট ভাটায় যাই। এমন সময় পুলিশের পোশাক পরা একজনসহ ৩ ব্যক্তি আমাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করে। তাঁরা আমার হেলমেট আছে কি না জানতে চায়। 

এজাহারে আরও বলা হয়, এ সময়ে আমি বলি হেলমেট বাসায় আছে। তারা বাসায় যেতে চায়। বাসায় আসার সময় বানাঘাটা পূর্ব পাওয়ার হাউসের সামনে আসলে তারা হঠাৎ মোটরসাইকেলে থেকে আমাকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে, আমার মোটরসাইকেল নিয়ে নিকড়া গ্রামের দিকে চলে যায়। সেই সঙ্গে আমার কাছে থাকা মোবাইল, টাকা সব নিয়ে যায়। পরে আমি বাসায় ফিরে পরিবারের লোকদের বিষয়টি জানিয়ে থানায় গিয়ে মামলা করি।

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল