হোম > সারা দেশ > ঢাকা

দোহারে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই যুবক। 

আজ বুধবার বিষয়টি জানিয়েছেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘গত সোমবার এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ 

ভুক্তভোগী যুবকের নাম—আরাফাত হোসেন (১৯)। তিনি উপজেলার দোহার খালপাড় গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। 

মামলার এজাহারে ভুক্তভোগী আরাফাত হোসেন উল্লেখ করেন, গত রোববার সকাল সাড়ে ৭টায় আমি আমার ইয়ামাহা-১৬০ সিসি, এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল নিয়ে ইট কেনার জন্য উপজেলার ডাইয়ারকুম পিবিএফ ইট ভাটায় যাই। এমন সময় পুলিশের পোশাক পরা একজনসহ ৩ ব্যক্তি আমাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করে। তাঁরা আমার হেলমেট আছে কি না জানতে চায়। 

এজাহারে আরও বলা হয়, এ সময়ে আমি বলি হেলমেট বাসায় আছে। তারা বাসায় যেতে চায়। বাসায় আসার সময় বানাঘাটা পূর্ব পাওয়ার হাউসের সামনে আসলে তারা হঠাৎ মোটরসাইকেলে থেকে আমাকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে, আমার মোটরসাইকেল নিয়ে নিকড়া গ্রামের দিকে চলে যায়। সেই সঙ্গে আমার কাছে থাকা মোবাইল, টাকা সব নিয়ে যায়। পরে আমি বাসায় ফিরে পরিবারের লোকদের বিষয়টি জানিয়ে থানায় গিয়ে মামলা করি।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ