হোম > সারা দেশ > ঢাকা

দোহারে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই যুবক। 

আজ বুধবার বিষয়টি জানিয়েছেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘গত সোমবার এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ 

ভুক্তভোগী যুবকের নাম—আরাফাত হোসেন (১৯)। তিনি উপজেলার দোহার খালপাড় গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। 

মামলার এজাহারে ভুক্তভোগী আরাফাত হোসেন উল্লেখ করেন, গত রোববার সকাল সাড়ে ৭টায় আমি আমার ইয়ামাহা-১৬০ সিসি, এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল নিয়ে ইট কেনার জন্য উপজেলার ডাইয়ারকুম পিবিএফ ইট ভাটায় যাই। এমন সময় পুলিশের পোশাক পরা একজনসহ ৩ ব্যক্তি আমাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করে। তাঁরা আমার হেলমেট আছে কি না জানতে চায়। 

এজাহারে আরও বলা হয়, এ সময়ে আমি বলি হেলমেট বাসায় আছে। তারা বাসায় যেতে চায়। বাসায় আসার সময় বানাঘাটা পূর্ব পাওয়ার হাউসের সামনে আসলে তারা হঠাৎ মোটরসাইকেলে থেকে আমাকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে, আমার মোটরসাইকেল নিয়ে নিকড়া গ্রামের দিকে চলে যায়। সেই সঙ্গে আমার কাছে থাকা মোবাইল, টাকা সব নিয়ে যায়। পরে আমি বাসায় ফিরে পরিবারের লোকদের বিষয়টি জানিয়ে থানায় গিয়ে মামলা করি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস