হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, কাচ ভেঙে পুলিশের এসবি সদস্যের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বকশিবাজারে বাসের কাচ ভেঙে পুলিশের এসবি সদস্যের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে পেছনের সিটে বসা ওই এসবি সদস্য কাচ ভেঙে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার বিকেল ৫টায় বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের সড়কে ঘটনাটি ঘটে। 

নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩০)। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সিভিল স্টাফ (রিপোর্টার) ছিলেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বকশিবাজার বাসের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় অন্য যাত্রীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালে বাস যাত্রী মুশফিকুর রহমান বলেন, ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। বাসের পেছনে সিটে বসা ছিলেন তিনি। বাসটি সাইনবোর্ডের দিকে যাচ্ছিল। বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের রাস্তায় থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের পেছন দিকে ধাক্কা লাগে। এতে বাসের পেছনে থাকা গ্লাস ভেঙে ওই ব্যক্তির ওপরে পড়ে এবং তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। 

হাসপাতালে তোফাজ্জল হোসেনের বন্ধু ইমরুল হাসান বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কোনাভাওয়াল গ্রামে। বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মুগদার মান্ডায় ভাড়া থাকতেন এবং স্পেশাল ব্রাঞ্চের সিভিল স্টাফ (রিপোর্টার) ছিলেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা