হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গভীর রাতে রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে গোডাউনের মালামাল। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার এইচ এইচ টেক্সটাইল মিলস নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইচ এইচ টেক্সটাইল কারখানার কাপড়ের গোডাউন থেকে আগুন সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো আগুন গোডাউন জুড়ে ছড়িয়ে পড়ে।’ 

তিনি আরও বলেন, খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জ স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নির্বাপণের চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুনের সূত্রপাত কোথা থেকে এবং ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, এটা এখনই বলা যাচ্ছে না। আমাদের তদন্ত চলছে। তবে গোডাউনের ভেতরে বিপুল পরিমাণ কাপড় মজুত ছিল বলে জানতে পেরেছি।’ 

এ বিষয়ে এইচ এইচ টেক্সটাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘৩টার দিকে কারখানার গোডাউনে আগুন লেগেছিল। গোডাউনের ভেতর শুধু কাপড় ছিল। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো আমরা নির্ধারণ করতে পারিনি।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’