হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের আগুনে মা, মেয়ে দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুজনই মারা যান। এরা হলেন গৃহবধূ সোনিয়া জান্নাত(৩০) ও মেয়ে হুমাসা জান্নাত (২)।

নিহতের সোনিয়ার ভাগিনা মো. আরিফুজ্জামান জানান, শনিবার (১৯জুন) শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের তামিশনা ফ্যাশন ওয়্যার লিমিটেডের সামনে দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ওই ফ্ল্যাটে ভাড়া থাকা গৃহবধূ সোনিয়া জান্নাত (৩০) ও দুই বছর বয়সী শিশু কন্যা হুমাসা জান্নাত (২) দগ্ধ হয়। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেল সেন্টার ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৬টায় গৃহবধূ সোনিয়া ও সন্ধ্যা ৭ টার দিকে মেয়ে হুমাসা জান্নাতের মৃত্যু হয়।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, বেলা সোয়া ১১টায় ভবনের পাঁচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বিকট শব্দে আগুন লাগে। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। আগুন যাতে ছড়িয়ে যেতে না পারে তাই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তিনি আরও জানান, মেঘনা গ্রুপের একটি কারখানার কর্মকর্তা গোলাম মোস্তফা ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি বাগেরহাট জেলার কাফিলাবাগ গ্রামে। দগ্ধদের চিকিৎসার জন্য স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

আল-হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হুমায়ুন কবির জানান, দগ্ধদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে মায়ের ৭০ শতাংশ ও শিশু কন্যার ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবু রায়হান জানান, ধারণা করা হচ্ছে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট