হোম > সারা দেশ > ঢাকা

দুর্ঘটনার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহতের ঘটনার পর ধুয়ে মুছে স্বাভাবিক করা হয়েছে সদরঘাটের পন্টুন। এ দুর্ঘটনায় সদরঘাট সাময়িক সময়ের জন্য থমকে গেলেও দেড় ঘণ্টা পরেই শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। 

আজ বৃহস্পতিবার ঈদের দিনেও বিকেল সাড়ে ৪টা থেকে চিরচেনা ভিড় দেখা গেছে দেশের প্রধান এই লঞ্চ টার্মিনালে। 

সন্ধ্যা ৬টার দিকে সদরঘাটে গিয়ে দেখা যায়, ঢাকার বাইরে থেকে একের পর এক লঞ্চ এসে ভিড়ছে টার্মিনালে। ঢাকা থেকে লঞ্চ ছেড়েও যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। দুর্ঘটনাকবলিত ঢাকা-চরফ্যাশন-বেতুয়া রুটের তাসরিফ-৪ লঞ্চটি অবশ্য আপাতত সদরঘাট ছাড়ছে না। 

এর আগে বেলা ৩টার দিকে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় সদরঘাটের ১১ নম্বর পন্টুনে বেঁধে রাখা এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান পন্টুনে অবস্থানরত চার যাত্রী ও এক হকার। 

এ দুর্ঘটনায় দুই লঞ্চের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সদরঘাট নৌ থানা-পুলিশ। তাঁদের মধ্যে ফারহান-৬-এর তিনজন এবং তাসরিফ-৪-এর দুজন। 

সদরঘাট নৌ থানার ওসি মো. আবুল কালাম বলেন, হেফাজতে নেওয়া পাঁচজনের মধ্যে দুই লঞ্চের মাস্টার ও ম্যানেজার রয়েছেন। বিআইডব্লিউটিএ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। 

পুলিশ ও নৌ পুলিশ জানিয়েছে, বেলা ৩টার দিকে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচজনের মাথায় আঘাত লাগে। তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পাঁচটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

সেখানে কর্মরত ডোম মোহাম্মদ মিলন শেখ জানান, পাঁচজনেরই মৃত্যু হয়েছে মাথায় আঘাত লেগে।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু