হোম > সারা দেশ > ঢাকা

দুর্ঘটনার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহতের ঘটনার পর ধুয়ে মুছে স্বাভাবিক করা হয়েছে সদরঘাটের পন্টুন। এ দুর্ঘটনায় সদরঘাট সাময়িক সময়ের জন্য থমকে গেলেও দেড় ঘণ্টা পরেই শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। 

আজ বৃহস্পতিবার ঈদের দিনেও বিকেল সাড়ে ৪টা থেকে চিরচেনা ভিড় দেখা গেছে দেশের প্রধান এই লঞ্চ টার্মিনালে। 

সন্ধ্যা ৬টার দিকে সদরঘাটে গিয়ে দেখা যায়, ঢাকার বাইরে থেকে একের পর এক লঞ্চ এসে ভিড়ছে টার্মিনালে। ঢাকা থেকে লঞ্চ ছেড়েও যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। দুর্ঘটনাকবলিত ঢাকা-চরফ্যাশন-বেতুয়া রুটের তাসরিফ-৪ লঞ্চটি অবশ্য আপাতত সদরঘাট ছাড়ছে না। 

এর আগে বেলা ৩টার দিকে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় সদরঘাটের ১১ নম্বর পন্টুনে বেঁধে রাখা এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান পন্টুনে অবস্থানরত চার যাত্রী ও এক হকার। 

এ দুর্ঘটনায় দুই লঞ্চের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সদরঘাট নৌ থানা-পুলিশ। তাঁদের মধ্যে ফারহান-৬-এর তিনজন এবং তাসরিফ-৪-এর দুজন। 

সদরঘাট নৌ থানার ওসি মো. আবুল কালাম বলেন, হেফাজতে নেওয়া পাঁচজনের মধ্যে দুই লঞ্চের মাস্টার ও ম্যানেজার রয়েছেন। বিআইডব্লিউটিএ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। 

পুলিশ ও নৌ পুলিশ জানিয়েছে, বেলা ৩টার দিকে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচজনের মাথায় আঘাত লাগে। তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ পাঁচটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

সেখানে কর্মরত ডোম মোহাম্মদ মিলন শেখ জানান, পাঁচজনেরই মৃত্যু হয়েছে মাথায় আঘাত লেগে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার