হোম > সারা দেশ > ঢাকা

হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরানা পল্টনে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে পুরানা পল্টনে হরতালের বিরোধিতা করে বিক্ষোভ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় গণতন্ত্র মঞ্চভুক্ত অন্যতম দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মেহেরবা প্লাজার সামনে থেকে বিএমএ ভবন পর্যন্ত ঝটিকা মিছিল করেন মঞ্চের নেতা-কর্মীরা। 

মেহেরবা প্লাজা থেকে বের হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে হঠাৎ ঝটিকা মিছিল শুরু করেন মঞ্চের নেতা-কর্মীরা। তবে মিছিল খুব বেশি দূর এগোয়নি। প্রেসক্লাবের আগে বিএমএ ভবনের সামনে একটি রিকশার ওপর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মিছিল শেষ করেন তাঁরা। 

মিছিল শেষে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সরকারের পেটোয়া বাহিনী ও দলীয় নেতা-কর্মীরা বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা এবং হরতালের দিন নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের হরতাল চলছে। জনগণ হরতালে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে। সন্ধ্যায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ 

মিছিলে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ। 

এদিকে পল্টন থেকে প্রেসক্লাবের রাস্তায় হরতালবিরোধী মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ সময় দলের নেতা-কর্মীরা ‘এনপি-জামায়াতের হরতাল, জনগণ মানে না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’সহ নানান স্লোগান দেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট