হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রার্থীদের ফেসবুকে প্রচারণা 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকের মাধ্যমে প্রতীকযুক্ত পোস্টার করে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থীর বিরুদ্ধে। 

অভিযুক্ত প্রার্থীরা হলেন—কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ, সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) ও বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইমান আলী সরদার। 

কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ বলেন, ‘এখনো প্রেস থেকে পোস্টার আনা হয় নাই। কেউ যদি নিজেরা অতিরঞ্জিতভাবে আগ্রহ প্রকাশ ছবি দিয়ে বানিয়ে প্রকাশ করে থাকে, সে বিষয়েও আমি জানি না।’

বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) বলেন, ‘আমি প্রেসে পোস্টার করতে দিয়েছি, এখনো হাতে পাইনি। ফেসবুকে প্রচারের বিষয়ে আমি জানি না। তবে প্রেসের লোকেরা তাদের প্রচারের সার্থে এগুলো করতে পারেন। 

বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার বলেন, ‘আমি বাটন ফোন চালাই। আমার কোনো ফেসবুক নাই। আমি এ বিষয়ে কিছু জানি না।’

সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আলিম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু