হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রার্থীদের ফেসবুকে প্রচারণা 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকের মাধ্যমে প্রতীকযুক্ত পোস্টার করে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থীর বিরুদ্ধে। 

অভিযুক্ত প্রার্থীরা হলেন—কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ, সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) ও বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইমান আলী সরদার। 

কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ বলেন, ‘এখনো প্রেস থেকে পোস্টার আনা হয় নাই। কেউ যদি নিজেরা অতিরঞ্জিতভাবে আগ্রহ প্রকাশ ছবি দিয়ে বানিয়ে প্রকাশ করে থাকে, সে বিষয়েও আমি জানি না।’

বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) বলেন, ‘আমি প্রেসে পোস্টার করতে দিয়েছি, এখনো হাতে পাইনি। ফেসবুকে প্রচারের বিষয়ে আমি জানি না। তবে প্রেসের লোকেরা তাদের প্রচারের সার্থে এগুলো করতে পারেন। 

বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার বলেন, ‘আমি বাটন ফোন চালাই। আমার কোনো ফেসবুক নাই। আমি এ বিষয়ে কিছু জানি না।’

সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আলিম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১