হোম > সারা দেশ > টাঙ্গাইল

সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়র অভিযোগ উঠেছে। এ ছাড়া অভিযোগে উঠেছে মেয়রসহ সরকারি অফিসের কর্মকর্তাদের সিলমোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনকে নকল জন্মনিবন্ধন সনদ দেওয়ার।

এসব অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। গতকাল সোমবার গভীর রাতে সদর উপজেলার কুমুদিনী কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শোয়েব খান (৩০)। তিনি ঘাটাইল উপজেলার নিয়ামতপুর এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২৭টি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিলমোহর, জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সংবলিত ২০টি ডিও লেটার এবং বিভিন্ন লোকজনের ৮০টি নকল জন্মনিবন্ধন সনদ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর তৈরি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিলমোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনকে নকল জন্মনিবন্ধন সনদ প্রধান এবং জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সংবলিত ডিও লেটার প্রদান করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ