হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

লাশ উদ্ধারের খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবতে নিখোঁজের এক দিন পর কাঞ্চন মিয়া (৬০) নামের ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বিএম কলেজ এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। ওসি বলেন, সকালে খবর পেয়ে সড়কের পাশের একটি ধানখেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করে।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোঁজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। এরই মধ্যে বেলাব এলাকার ধানখেতে মরদেহ পাওয়া গেলেও তাঁর অটোরিকশাটির খোঁজ মেলেনি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা পুলিশের।

ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে জানিয়ে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ