হোম > সারা দেশ > ঢাকা

অবরোধের সময় গুলিবিদ্ধ ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব

ফরিদপুর প্রতিনিধি

অবরোধ চলাকালে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় গুলিতে আহত হয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনসহ কয়েকজন। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুলিতে আহতের বিষয়টি আজ বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা। 

জেলা বিএনপির আহ্বায়ক বলেন, সকালে অবরোধের সমর্থনে ফরিদপুর জেলা সদরের বাহিরদিয়া ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন বিএনপি নেতা-কর্মীরা। 
এমন সময় একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেলে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র লোকজন লাঠি হাতে হামলা করে। আমার নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতেই শর্টগানের এক রাউন্ড গুলি ছুড়লে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন আহত হন। এ সময় রাকিব নামেও এক কর্মী গুলিতে আহত হন। নিরাপত্তাজনিত কারণে স্বপনকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া হামলায় আরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিকি চিকিৎসা দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, সরকারের এমন বাহিনী দিয়ে ফ্যাসিস্ট আচরণের তীব্র নিন্দা জানাই। আমরা চলমান আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করে এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনব। 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ বলেন, ‘পালাতে গিয়ে কিবরিয়া স্বপন বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের পাশে ড্রেনে পড়ে গিয়েছিলেন। এ কারণে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।’ 

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘ফরিদপুরের কোমপুর বাহিরদিয়া এলাকায় কোনো পিকেটিং বা গুলির ঘটনা আমার জানা নেই। সেখানে বিএনপির কোনো অবরোধ কর্মসূচি হয়েছে কি না, তা-ও জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে জানাতে পারব।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫