হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়া পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে পৌনে ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

জানা যায়, বাজেটে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব এবং উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৮১ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধৃত রাখা হয়েছে ৪১ লাখ ৩১ হাজার টাকা। 

এ বিষয়ে পৌরসভার মেয়র বলেন, ‘সড়ক বাতি, ড্রেনেজ ও রাস্তাঘাট উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দিয়ে ব্যয়ের খাত এবং তিনটি প্রকল্প থেকে প্রাপ্ত অর্থকে আয়ের খাত দেখিয়ে বাজেট নির্ধারণ করা হয়েছে। সকলের সহযোগিতায় এ বাজেট বাস্তবায়িত হবে বলে আশা করছি।’ 

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার, প্যানেল মেয়র মোহাম্মদ আসাদ মিয়া, সংরক্ষিত কাউন্সিলর নাছরিন আক্তার প্রিয়া, উম্মে কুলসুম, আফরোজা খাতুন, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, হাছান মামুন, রাকিবুল আলম ছোটন, সিদ্দিক হোসেন রিপন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান রাসেল ও নাছির উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্যরা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট