হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়া পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে পৌনে ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

জানা যায়, বাজেটে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব এবং উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৮১ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধৃত রাখা হয়েছে ৪১ লাখ ৩১ হাজার টাকা। 

এ বিষয়ে পৌরসভার মেয়র বলেন, ‘সড়ক বাতি, ড্রেনেজ ও রাস্তাঘাট উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দিয়ে ব্যয়ের খাত এবং তিনটি প্রকল্প থেকে প্রাপ্ত অর্থকে আয়ের খাত দেখিয়ে বাজেট নির্ধারণ করা হয়েছে। সকলের সহযোগিতায় এ বাজেট বাস্তবায়িত হবে বলে আশা করছি।’ 

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার, প্যানেল মেয়র মোহাম্মদ আসাদ মিয়া, সংরক্ষিত কাউন্সিলর নাছরিন আক্তার প্রিয়া, উম্মে কুলসুম, আফরোজা খাতুন, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, হাছান মামুন, রাকিবুল আলম ছোটন, সিদ্দিক হোসেন রিপন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান রাসেল ও নাছির উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্যরা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু