হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়া পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে পৌনে ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

জানা যায়, বাজেটে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব এবং উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৮১ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধৃত রাখা হয়েছে ৪১ লাখ ৩১ হাজার টাকা। 

এ বিষয়ে পৌরসভার মেয়র বলেন, ‘সড়ক বাতি, ড্রেনেজ ও রাস্তাঘাট উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দিয়ে ব্যয়ের খাত এবং তিনটি প্রকল্প থেকে প্রাপ্ত অর্থকে আয়ের খাত দেখিয়ে বাজেট নির্ধারণ করা হয়েছে। সকলের সহযোগিতায় এ বাজেট বাস্তবায়িত হবে বলে আশা করছি।’ 

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার, প্যানেল মেয়র মোহাম্মদ আসাদ মিয়া, সংরক্ষিত কাউন্সিলর নাছরিন আক্তার প্রিয়া, উম্মে কুলসুম, আফরোজা খাতুন, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, হাছান মামুন, রাকিবুল আলম ছোটন, সিদ্দিক হোসেন রিপন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান রাসেল ও নাছির উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্যরা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির