নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ট্রাক চাপায় সুমাইয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী আলমগীর হোসেন।
পরিবার জানায়, চাকরির ইন্টারভিউ দিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে ফিরছিলেন সুমাইয়া। পথিমধ্যে দুর্ঘটনায় প্রাণ হারায় সে। নিহত সুমাইয়া নারায়ণগঞ্জের সদর থানার সৈয়দপুর কড়ইতলা এলাকার আইনুল হকের মেয়ে।
সুমাইয়ার বাবা আইনুল হক জানান, আজ সকালে তাঁর মেয়ে আর জামাতা ঢাকার শাঁখারি বাজার যায় চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। ইন্টারভিউ শেষ করে স্বামীর মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এতে সুমাইয়া ছিটকে রাস্তায় পড়ে যায়। বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি ট্রাক তাঁর মেয়েকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মেয়ের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ২০১৩ সালে সুমাইয়ার বিয়ে হয়। তার আনুষা নামক পাঁচ বছরের একটি মেয়ে ও আনাছ নামক দেড় বছরের একটি ছেলে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, ট্রাক চাপায় একজন নারীর মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।