হোম > সারা দেশ > ঢাকা

কাউন্সিলরের অফিসে হামলা-ভাঙচুর, আহত ১

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের পৌর কাউন্সিলর রমজান আহমেদের অফিসে চালানো হামলা-ভাঙচুরের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সাভার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদের অফিসে এই হামলা চালানো হয়।

এ ঘটনায় আহত ব্যক্তির নাম সুজন মিয়া (৩৫)। তিনি কাউন্সিলর রমজানের অফিসে তাঁর সহকারী হিসেবে কাজ করেন। তাঁর হাতে, ঘাড়ে, পিঠে ও পায়ে কোপের আঘাত লেগেছে।

কাউন্সিলর রমজান আহমেদ বলেন, ‘হামলা চালানো তবারক হোসেনকে আমি চিনতে পেরেছি। সে মাদক কারবারি। বাকি কাউকে চিনতে পারিনি। আমাকে সরিয়ে দিতে পারলে হয়তো তাদের মাদক কারবারে সুবিধা হয়। এ জন্যই হয়তো আমার ওপর হামলা করেছে। আমার অফিসের সামনের গ্লাস ভাঙচুর করেছে তারা। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

রমজান আহমেদ আরও বলেন, ‘হামলায় আহত সুজন মিয়া এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমিও পায়ে আঘাত পেয়েছি।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটি পর্যবেক্ষণ করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ