গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে মহিষের গাড়ির সংঘর্ষের ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম মো. তোহা খান (১৭)। সে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তোহা খান উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের মো. ইয়াকুব আলী একমাত্র ছেলে।
স্থানীয় মো. জামাল উদ্দিন বলেন, রাজেন্দ্রপুর ফাউগান সড়কে দ্রুত গতির একটি মোটরসাইকেলের সঙ্গে একটি মহিষের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হয়। তিনি বলেন, তোহা খান রাজেন্দ্রপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই প্রদীপ কুমার বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি।