হোম > সারা দেশ > ঢাকা

টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত আরেক পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে রমনা বিভাগ ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত রয়েছেন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাজ্জাদুর রহমান সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার, সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) গোয়েন্দা রমনা বিভাগে থাকাকালে ফোর্সসহ একজন আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারের নামে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে গত ৭ ফেব্রুয়ারি নড়াইল জেলার ভাওয়া এলাকায় যান।

এরপর তিনি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আলিমুজ্জামান সৈকত নামের ওই আসামিকে আটক করেন এবং তাঁর বাসা তল্লাশি করে পাওয়া ২৭ লাখ টাকা নিজ হেফাজতে রাখেন। পরে আসামিকে ছেড়ে দেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ২২ লাখ টাকার কথা স্বীকার করেন। প্রযুক্তিগত আলামত (পিসি, ল্যাপটপ ও অনুরূপ সরঞ্জাম) থাকা সত্ত্বেও শূন্য জব্দ তালিকা তৈরি করেন। আসামিকে আটক ও ছেড়ে দেওয়ার বিষয়টি গোপন রাখেন। তিনি আলিমুজ্জামান সৈকতের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগের বিষয়ে মিথ্যা তথ্য দেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। তাঁর এই আচরণ ‘অসদাচরণ’-এর শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।

এতে বলা হয়, ২০১৮ সালের সরকারি কর্মচারী চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) অনুসারে ‘অসদাচরণ’-এর অপরাধে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত রোববার (১৩ জুলাই) সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩