হোম > সারা দেশ > ঢাকা

টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত আরেক পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে রমনা বিভাগ ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত রয়েছেন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাজ্জাদুর রহমান সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার, সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) গোয়েন্দা রমনা বিভাগে থাকাকালে ফোর্সসহ একজন আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারের নামে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে গত ৭ ফেব্রুয়ারি নড়াইল জেলার ভাওয়া এলাকায় যান।

এরপর তিনি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আলিমুজ্জামান সৈকত নামের ওই আসামিকে আটক করেন এবং তাঁর বাসা তল্লাশি করে পাওয়া ২৭ লাখ টাকা নিজ হেফাজতে রাখেন। পরে আসামিকে ছেড়ে দেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ২২ লাখ টাকার কথা স্বীকার করেন। প্রযুক্তিগত আলামত (পিসি, ল্যাপটপ ও অনুরূপ সরঞ্জাম) থাকা সত্ত্বেও শূন্য জব্দ তালিকা তৈরি করেন। আসামিকে আটক ও ছেড়ে দেওয়ার বিষয়টি গোপন রাখেন। তিনি আলিমুজ্জামান সৈকতের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগের বিষয়ে মিথ্যা তথ্য দেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। তাঁর এই আচরণ ‘অসদাচরণ’-এর শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।

এতে বলা হয়, ২০১৮ সালের সরকারি কর্মচারী চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) অনুসারে ‘অসদাচরণ’-এর অপরাধে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত রোববার (১৩ জুলাই) সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক