হোম > সারা দেশ > ঢাকা

টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত আরেক পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে রমনা বিভাগ ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত রয়েছেন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাজ্জাদুর রহমান সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার, সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) গোয়েন্দা রমনা বিভাগে থাকাকালে ফোর্সসহ একজন আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারের নামে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে গত ৭ ফেব্রুয়ারি নড়াইল জেলার ভাওয়া এলাকায় যান।

এরপর তিনি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আলিমুজ্জামান সৈকত নামের ওই আসামিকে আটক করেন এবং তাঁর বাসা তল্লাশি করে পাওয়া ২৭ লাখ টাকা নিজ হেফাজতে রাখেন। পরে আসামিকে ছেড়ে দেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ২২ লাখ টাকার কথা স্বীকার করেন। প্রযুক্তিগত আলামত (পিসি, ল্যাপটপ ও অনুরূপ সরঞ্জাম) থাকা সত্ত্বেও শূন্য জব্দ তালিকা তৈরি করেন। আসামিকে আটক ও ছেড়ে দেওয়ার বিষয়টি গোপন রাখেন। তিনি আলিমুজ্জামান সৈকতের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগের বিষয়ে মিথ্যা তথ্য দেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। তাঁর এই আচরণ ‘অসদাচরণ’-এর শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।

এতে বলা হয়, ২০১৮ সালের সরকারি কর্মচারী চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) অনুসারে ‘অসদাচরণ’-এর অপরাধে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত রোববার (১৩ জুলাই) সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি