হোম > সারা দেশ > ঢাকা

থানা লুটসহ ১১ খুনের আসামি ‘চরমপন্থী’ নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ কনস্টেবল হত্যা, থানা লুট ও ডাকাতি মামলার পলাতক আসামি ‘চরমপন্থী’ সাইফুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র‍্যাব-৩ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৩-এর অধিনায়ক আরিফ মহিউদ্দীন আহমেদ জানান, ১৯৮৭ সালে ‘চরমপন্থী’ হামলার শিকার হয় নাটোর জেলার গুরুদাসপুর থানা। এ সময় লুটপাট চালানো হয় থানায়। সেদিনের ঘটনায় এক কনস্টেবল খুন হন। থানায় মজুত থাকা অস্ত্র লুটের ঘটনায় খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩৪ বছর ধরে সাজাপ্রাপ্ত এই সাইফুল পলাতক ছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেছেন যে সর্বহারাদের নেতৃত্বে পরিচালিত সব কার্যক্রমে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। তাঁর কোনো নির্দিষ্ট পেশা নেই। ত্রাস সৃষ্টি, লুটপাট ও চাঁদাবাজির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়েই তিনি জীবিকা নির্বাহ করতেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তাঁরা আট ভাই-বোন। ভাই-বোনদের মধ্যে তিনি বড়। তাঁর নিজের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ছাত্তার নামে শ্রমিক সরদার হিসেবে কাজ করতেন। ২০১৮ সালে তিনি তাঁর নাম পরিবর্তন করে সাইফুল প্রধান নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ভোটার হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেন। রূপগঞ্জ এলাকায় তিনি ছাত্তার নামে পরিচিত। এলাকার মানুষ তাঁর অপরাধ কার্যক্রম সম্পর্কে জানত না। 

গ্রেপ্তার সাইফুলকে পাবনার চাটমোহর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন