হোম > সারা দেশ > ঢাকা

প্রেসক্লাবের সামনে গণসংহতির কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হরতালের সমর্থনে গণসংহতি আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাস্তা বন্ধ করে সমাবেশের চেষ্টা করায় তাদের সরে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, হরতালের সমর্থনে মিছিল শেষে গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে দাঁড়ালে পুলিশ এসে প্রথমে তাদের রাস্তা ছেড়ে দাঁড়াতে বলে। পরে দলের নেতা-কর্মীরা এক পাশে দাঁড়িয়ে সমাবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে। একপর্যায়ে দলের এক কর্মী ভিডিও করায় পুলিশ তাঁকে ধরার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে গণসংহতির নেতা-কর্মীরা মিছিল করে প্রেসক্লাবের সামনে থেকে চলে যান।

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলের পর প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে দাঁড়ালে পুলিশ আমাদের বাধা দেয়। তারা রাস্তা ছেড়ে দিতে বলার পর আমরা রাস্তা ছেড়ে দিলেও পুলিশ আমাদের ওপর চড়াও হয়।’

গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন, ‘পুলিশ আমাদের কয়েকজন কর্মীকে ধরার চেষ্টা করে, নারী কর্মীদের ধাক্কা দেয় এবং সমাবেশ করতে বাধা দেয়। পরে আমরা সেখানে সমাবেশ না করে মিছিল নিয়ে যখন চলে যাচ্ছিলাম, তখনো তারা পেছন থেকে আমাদের মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একতরফা নির্বাচন আয়োজনের জন্য এমন উসকানি, ষড়যন্ত্র আরও কিছুদিন চলবে। তবে এসব করে সরকার সফল হবে না।’

ঘটনার বিষয়ে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তারা এখানে রাস্তা বন্ধ করে, অসৎ উদ্দেশ্যে, পুলিশকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল। পুলিশ তাদের রাস্তা থেকে সরে গিয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুরোধ করেছিল। তার পরেও তারা বারবার পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তবু তাদের শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাওয়ার অনুরোধ করেছি, তারা চলে গেছে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ