হোম > সারা দেশ > ঢাকা

মাটি কাটার গর্তের পানিতে ডুবে প্রাণ গেল ২ সহোদরের

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে মাটি কাটার পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ইয়াছিন হোসেন (৫) ও হাকিম (৩) পাবনার আবদুল মালেকের ছেলে। মালেক খাতরা এলাকায় আয়নাল হকের বাড়িতে ভাড়া থেকে ইট ভাঙার কাজ করেন। 

স্থানীয়রা জানান, ইট ভাটার মাটির জন্য স্থানীয় প্রভাবশালীরা খাতরা এলাকায় রাস্তার পাশে সমতল জমি খনন করেন। মাটি কাটার কারণে সেখানে গর্তের সৃষ্টি হয়। গতকাল শনিবার রাতের বৃষ্টিতে সেখানে পানি জমে যায়। আজ দুপুরে ইয়াসিন ও হাকিম দুই ভাই একসঙ্গে সেখানে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। 

বাবা আব্দুল মালেক বলেন, ‘খেলার সময় ছোট ছেলে হাকিম পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই ইয়াছিনও ওই পানিতে তলিয়ে মারা যায়।’ 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট