হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কর্মহীন পোশাকশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কর্মহীন পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বুধবার টঙ্গীর বিসিক পানির ট্যাংক এলাকার এ ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যায়।

শ্রমিকেরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই করায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কারখানার চাকরিতে ফিরিয়ে নেওয়া ও পুন নিয়োগের ক্ষেত্রে নারী–পুরুষে সমান অধিকারের দাবি জানানো হয়। এ সময় বিক্ষুব্ধরা বিসিকের শাখা সড়ক অবরোধ করে সড়কে বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভে যোগ দেওয়া কর্মহীন শ্রমিক রাশেদ বলেন, ‘আমরা চাকরি ফিরে পেতে চাই। আমাদের নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য চাই না। সমান অধিকার চাই। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন শ কর্মহীন শ্রমিক বিক্ষোভ করেছি। আগামীকাল সকালে একই দাবিতে বিক্ষোভ করা হবে।’

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকশ শ্রমিক বিসিক এলাকার সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বেলা একটার দিকে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে চলে যায়।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন