হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কর্মহীন পোশাকশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কর্মহীন পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বুধবার টঙ্গীর বিসিক পানির ট্যাংক এলাকার এ ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যায়।

শ্রমিকেরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই করায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কারখানার চাকরিতে ফিরিয়ে নেওয়া ও পুন নিয়োগের ক্ষেত্রে নারী–পুরুষে সমান অধিকারের দাবি জানানো হয়। এ সময় বিক্ষুব্ধরা বিসিকের শাখা সড়ক অবরোধ করে সড়কে বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভে যোগ দেওয়া কর্মহীন শ্রমিক রাশেদ বলেন, ‘আমরা চাকরি ফিরে পেতে চাই। আমাদের নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য চাই না। সমান অধিকার চাই। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন শ কর্মহীন শ্রমিক বিক্ষোভ করেছি। আগামীকাল সকালে একই দাবিতে বিক্ষোভ করা হবে।’

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকশ শ্রমিক বিসিক এলাকার সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বেলা একটার দিকে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে চলে যায়।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে