হোম > সারা দেশ > ঢাকা

দুদকের সহকারী পরিচালক আলমগীরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুষ দাবির অভিযোগ ওঠায় দুদকের সহকারী পরিচালক মো. আলমগীরকে সংশ্লিষ্ট মামলার তদন্ত থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন আদালত। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ রায় দেন।

দুদকের একটি মামলা তদন্ত করার সময় আলমগীর আসামিপক্ষের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন বলে অভিযোগ উঠে। ওই ঘটনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করতে দুদক চেয়ারম্যানের কাছে আবেদন করেন মামলার দুই আসামি। আসামিরা হলেন–ঢাকা জেলার সাবেক সাব রেজিস্ট্রার এবং বর্তমানে পিরোজপুরের রেজিস্ট্রার মো. আব্দুল কুদ্দস হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম। তদন্ত কর্মকর্তা পরিবর্তনের ওই আবেদনে সাড়া না দেওয়ায় তারা হাইকোর্টে রিট দায়ের করেন তারা।

রিটের শুনানি শেষে তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে তদন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন আদালত। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য জানাতে ২০১৯ সালের ৩ মার্চ মো. আব্দুল কুদ্দুস হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগমকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। তবে নোটিশের উপযুক্ত জবাব না মেলায় গত বছরের ২২ অক্টোবর ওই দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। 

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ