হোম > সারা দেশ > ঢাকা

দুদকের সহকারী পরিচালক আলমগীরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘুষ দাবির অভিযোগ ওঠায় দুদকের সহকারী পরিচালক মো. আলমগীরকে সংশ্লিষ্ট মামলার তদন্ত থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন আদালত। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ রায় দেন।

দুদকের একটি মামলা তদন্ত করার সময় আলমগীর আসামিপক্ষের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন বলে অভিযোগ উঠে। ওই ঘটনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করতে দুদক চেয়ারম্যানের কাছে আবেদন করেন মামলার দুই আসামি। আসামিরা হলেন–ঢাকা জেলার সাবেক সাব রেজিস্ট্রার এবং বর্তমানে পিরোজপুরের রেজিস্ট্রার মো. আব্দুল কুদ্দস হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম। তদন্ত কর্মকর্তা পরিবর্তনের ওই আবেদনে সাড়া না দেওয়ায় তারা হাইকোর্টে রিট দায়ের করেন তারা।

রিটের শুনানি শেষে তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে তদন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন আদালত। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য জানাতে ২০১৯ সালের ৩ মার্চ মো. আব্দুল কুদ্দুস হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগমকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। তবে নোটিশের উপযুক্ত জবাব না মেলায় গত বছরের ২২ অক্টোবর ওই দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। 

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ