হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ১০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রফিকুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১০৭ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

নিহত রফিকুল ইসলামের মা সুফিয়া বেগম গতকাল মঙ্গলবার  নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতে হত্যা মামলা করেন। মামলা হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য দিদার হোসেন রিজবী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, (নাসিক) সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের আসামিরা। 

মামলা থেকে জানা গেছে, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ হীরাঝিলে ছাত্র-জনতার আন্দোলন চলার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে আহত হন রফিকুল ইসলাম। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন ভুক্তভোগীকে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির