হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে লাকড়ি বোঝাই ট্রলি খাদে পড়ে কাঠ ব্যবসায়ী নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ব্রিজ থেকে লাকড়িবোঝাই ট্রলি খাদে পড়ে আইয়ুব আলী (৪৮) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সোয়া ১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজার-কান্ঠাপাড়া সড়কের যাত্রাপুর গ্রামে ব্রিজ থেকে খাদে পড়ে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। 

নিহত আইয়ুব আলী মানিকনগর গ্রামের কিয়ামউদ্দিনের ছেলে। 

আহত ব্যক্তির নাম বজলু গায়েন। তিনি একই এলাকার নুরুল হক গায়েনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী রকি খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ির সামনে ব্রিজ থেকে মোর নেওয়ার (বাঁক ঘোরানোর) সময় লাকরিবোঝাই ট্রলিটি খাদে পড়ে যায়। আমি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু আহত আইয়ুব আলীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে সদর হাসপাতালে পাঠান।’ 

স্থানীয়রা জানান, আজ দুপুর সোয়া ১টার দিকে যাত্রাপুর সড়ক থেকে কান্ঠাপাড়া বাজারে যাওয়ার সময় লাকড়িবোঝাই ট্রলিটি খাদে পড়ে যায়। মূলত বাজার-কান্ঠাপাড়া সড়কের যাত্রাপুর গ্রামের ব্রিজটি স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তবুও ব্রিজটি অপসারণ করা হয়নি। ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আইয়ুব আলীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপর আহত বজলু গায়েনকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হরিরামপুরে লাকড়ি বোঝাই ট্রলি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত অপরজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, ঘটনার পরপরই ট্রলিটি জব্দ করা হয়। তবে, চালক পালিয়ে গেছেন। 

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল