হোম > সারা দেশ > রাজবাড়ী

গলায় হাড় আটকে শিক্ষার্থীর মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের আড়াবাড়িয়া গ্রামের মামার বাড়িতে বেড়াতে এসে মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে সাইদাল হাসান আলিফ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মৃত হাবিবুর রহমানের ছেলে। সে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আলিফ তার পরিবারের সঙ্গে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর কলেজপাড়া এলাকায় বসবাস করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ ঈদুল আজহা উপলক্ষে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের মামার বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৯টার দিকে কোরবানীর মাংস খাওয়ার সময় তার গলায় মাংসের হাড় আটকে যায়।

এ সময় অসুস্থ হয়ে যায় আলিফ। পরে পরিবারের লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানোর পরামর্শ দেন। ফরিদপুরে নেয়ার পথেই আলিফের মৃত্যু হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার বলেন, মাংস খেতে গিয়ে আলিফ নামে এক শিক্ষার্থী মারা গেছে। তার টনসিলের সমস্যা ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন