হোম > সারা দেশ > ঢাকা

লাইসেন্সসহ বিআরটিএ’র ৪ ধরনের সেবা বন্ধ

সৌগত বসু, ঢাকা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় ও মিরপুর ১৪ নম্বরে সার্কেল-১ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে সেখানকার ডেটা সেন্টারসহ অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে লাইসেন্স কার্ড, রুট পারমিটসহ চার ধরনের সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

গত সোমবার বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল বলেন, ‘মিরপুর সার্কেল অফিসে অটোমেটিক ফিটনেস সনদের মেশিন পুড়ে গেছে। তাই ফিটনেস সনদ দিতে সময় লাগবে।’ অন্যদিকে বনানীতে প্রধান কার্যালয়ের ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সিস্টেম, ইলেকট্রনিক ও আইটি ডেটা সেন্টার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে রুট পারমিট, রেজিস্ট্রেশন সনদ সেবা দিতে পারবে না বিআরটিএ। 

বনানী ও মিরপুরে অগ্নিসংযোগের ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান জানান, বনানী কার্যালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিআরটিএর পরিচালক (প্রশাসন) আজিজুল ইসলামকে। অন্যদিকে মিরপুর সার্কেল অফিসের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বিআরটিএর উপপরিচালক রকিবুল ইসলাম। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। 

বিআরটিএ’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, বনানী কার্যালয়ে তিন দফায় হামলা হয়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার দুপুরে শুধু নিচতলায় ও দোতলায়, বিকেলে পাঁচতলা পর্যন্ত, পরের দিন শুক্রবার ১৩ তলা পর্যন্ত ভাঙচুর করা হয়। 

ওই কর্মকর্তা জানান, সেদিনই মিরপুর সার্কেল অফিসে আগুন ও ভাঙচুর করা হয়। সার্কেল অফিসে ভেইক্যাল ইন্সপেকশন সেন্টারের আগুন দেওয়া হয়। এই প্রকল্প ১৫০ কোটি টাকার। এখানে অটোমেটিক পদ্ধতিতে গাড়ির নিবন্ধন নম্বর দেওয়া হতো। এখানে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বনানী অফিসে ডেটা সেন্টার, রুট পারমিটসহ যেসব যন্ত্রাংশ ও অবকাঠামো ভাঙচুর হয়েছে সেখানে আনুমানিক ৫০ কোটির বেশি ক্ষতি হয়েছে। 

এই কর্মকর্তা বলেন, ‘এসব যন্ত্রাংশের বেশির ভাগ দেশের বাইরে থেকে আনা হয়েছে। তাই এগুলো পুরোপুরি ঠিক করতে প্রায় ছয় মাস সময় লাগবে।’

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত