হোম > সারা দেশ > গাজীপুর

শ্রমিক ছাঁটাই: টঙ্গীতে পোশাক কারখানা বন্ধ ঘোষণা, বিক্ষোভ শ্রমিকদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে আজ রোববার সকালে পোশাক কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।

কারখানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কারখানাটির ১১৬ জন শ্রমিকের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। পরে শ্রম আইন অনুযায়ী তাঁদের সবার পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্যান্য শ্রমিক কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন অন্য শ্রমিকেরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

রোববার সকালে ফের কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘পূর্বে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কারখানায় বিশেষ ভূমিকা পালন করেন ওই ১১৬ জন চাকরিচ্যুত শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ তাঁদের চিহ্নিত করে রাখেন। এ মাসে তাঁদের ছাঁটাই করা হয়। কয়েক দিন ধরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগের দাবি জানিয়ে এসেছি। আজ সকালে কাজে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পাই।’

কারখানা মালিক মো. রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, ‘শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উচ্ছৃঙ্খল শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করতে পারেন। তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছি।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। তাঁরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছেন। সমস্যা সমাধানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার