হোম > সারা দেশ > ঢাকা

বিক্ষোভ মিছিলে বাধা: মোহাম্মদপুর থানার ওসির ওপর মুসল্লিদের হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুসল্লিদের হামলার শিকার হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। আজ শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের বের করা বিক্ষোভ মিছিলে বাধা দিলে তাঁর ওপর এই হামলা চালানো হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ করার সময় বাধা দিলে ওসি আবুল কালাম আজাদ হামলার শিকার হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসির সঙ্গে আরও একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হামলার বিষয়টি মোহাম্মদপুর থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের থানার নতুন ওসি আবুল কালাম আজাদ ঢাকা উদ্যানে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার হয়েছেন। তিনি মাথায় ও ‍বুকে আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি শঙ্কামুক্ত আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে দেখতে যাচ্ছেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতে ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় নেত্রী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন এমন অভিযোগে জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মোহাম্মদপুর থানার ওসি বিক্ষোভ কর্মসূচি শেষ করার জন্য মুসল্লিদের পাঁচ মিনিট সময় বেঁধে দেন। পাঁচ মিনিট শেষ হওয়ার পর ওসি মুসল্লিদের বিক্ষোভে বাধা দিলে তাঁর ওপর হামলা চালানো হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক