হোম > সারা দেশ > ঢাকা

বিক্ষোভ মিছিলে বাধা: মোহাম্মদপুর থানার ওসির ওপর মুসল্লিদের হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুসল্লিদের হামলার শিকার হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। আজ শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের বের করা বিক্ষোভ মিছিলে বাধা দিলে তাঁর ওপর এই হামলা চালানো হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ করার সময় বাধা দিলে ওসি আবুল কালাম আজাদ হামলার শিকার হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসির সঙ্গে আরও একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হামলার বিষয়টি মোহাম্মদপুর থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের থানার নতুন ওসি আবুল কালাম আজাদ ঢাকা উদ্যানে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার হয়েছেন। তিনি মাথায় ও ‍বুকে আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি শঙ্কামুক্ত আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে দেখতে যাচ্ছেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতে ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় নেত্রী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন এমন অভিযোগে জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মোহাম্মদপুর থানার ওসি বিক্ষোভ কর্মসূচি শেষ করার জন্য মুসল্লিদের পাঁচ মিনিট সময় বেঁধে দেন। পাঁচ মিনিট শেষ হওয়ার পর ওসি মুসল্লিদের বিক্ষোভে বাধা দিলে তাঁর ওপর হামলা চালানো হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ