হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মেম্বার প্রার্থীর বিরুদ্ধে স্বামী থাকতেও নিগৃহীতা হিসেবে ভাতা নেওয়ার অভিযোগ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধনা রানী বিশ্বাস নামের ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে স্বামী থাকতেও নিগৃহীতা হিসেবে ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। গত বছর থেকে স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা নিচ্ছেন তিনি। সাধনা রানী বিশ্বাস পাটগাতী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। 

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে সাধনা রানী বিশ্বাস স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা গ্রহণ করছেন। তাঁর ভাতার কার্ড নম্বর ৬৭৮। 

নাম প্রকাশ না করার শর্তে বালাডাঙ্গা গ্রামের একাধিক ব্যক্তি বলেন, সাধনা রানী বিশ্বাস ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে এক সঙ্গে সংসার করে আসছেন। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁরা স্বামী-স্ত্রী মিলে বালাডাঙ্গা গ্রামে তাঁদের বাড়ির সামনে একটি দোকান দিয়েছেন। সেই দোকাদেরতার স্বামী সুশেন দরজির কাজ ও সাধনা রানী মুদি দোকান পরিচালনা করেন। কিন্তু স্বামী থাকার পরেও স্বামী নিগৃহীতা হিসেবে সাধনা রানী কীভাবে ভাতা পান সেটাই আমরা বুঝি না। সাধনার পারিবারিক অবস্থা খুবই ভালো থাকা সত্ত্বেও তিনি ভাতা পান। কিন্তু এলাকায় অনেক দরিদ্র ও স্বামী পরিত্যক্ত নারীরা আছেন যারা ভাতা পায় না। তাই সাধনার বিরুদ্ধে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে সাধনা রানী বিশ্বাস কোনো কথা বলতে চাননি। তবে তাঁর স্বামী সুষেন বিশ্বাস বলেন, আমরা বেশ কিছুদিন এক সঙ্গে ছিলাম না। তাই হয়তো স্বামী নিগৃহীতা হিসেবে সাধনা ভাতা করেছেন। কিন্তু আমি জানার পর সাধনাকে দিয়ে সমাজসেবা কার্যালয়ে ভাতা বন্ধ করার জন্য আবেদন করেছি।

টুঙ্গিপাড়া সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় আজকের পত্রিকাকে বলেন, ভাতা করার সময় যদি কেউ সত্য গোপন করে তাহলে আমাদের যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ থাকে না। কারণ সেগুলো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে কার্যালয়ে জমা হয়। তবে সাধনার ভাতা বন্ধ করার জন্য এরই মধ্যে আবেদন করা হয়েছে। শিগগিরই তাঁর ভাতা বন্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট