রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি ভবনে বিদ্যুতায়িত হয়ে আরিফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আরিফের ভাই মো. জুয়েল জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে। বর্তমানে হাজারীবাগ বউবাজার এলাকায় থাকতেন তাঁরা। আরিফ ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়েরবাজার নিমতলী শিবমন্দিরের পাশে একটি ভবনে কাজ করছিলেন। সেখানে বিদ্যুতায়িত হয়ে আহত হন আরিফ। পরে তাঁকে দ্রুত শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে এলে রাত ১২টার দিকে আরিফ মারা যান।
জুয়েল আরও জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে আরিফ ছিলেন সবার ছোট।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল আজকের পত্রিকাকে বলেন, হাজারীবাগ রায়েরবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন আরিফ। এরপর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শিকদার মেডিকেলে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, আরিফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।