হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাজারীবাগে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি ভবনে বিদ্যুতায়িত হয়ে আরিফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আরিফের ভাই মো. জুয়েল জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে। বর্তমানে হাজারীবাগ বউবাজার এলাকায় থাকতেন তাঁরা। আরিফ ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়েরবাজার নিমতলী শিবমন্দিরের পাশে একটি ভবনে কাজ করছিলেন। সেখানে বিদ্যুতায়িত হয়ে আহত হন আরিফ। পরে তাঁকে দ্রুত শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে এলে রাত ১২টার দিকে আরিফ মারা যান।

জুয়েল আরও জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে আরিফ ছিলেন সবার ছোট।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল আজকের পত্রিকাকে বলেন, হাজারীবাগ রায়েরবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন আরিফ। এরপর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শিকদার মেডিকেলে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, আরিফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ