হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার জামাত

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে 

ইজতেমা ময়দানে জুমার জামাতে অংশ নেওয়া মুসল্লিদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার জামাত হয়েছে। আজ বেলা ১টা ৩০ মিনিটে শুরু হওয়া খুতবা শেষে বেলা ১টা ৫৪ মিনিটে ইজতেমা ময়দানের জুমার নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। তিনি ভারতের মাওলানা সাদের বড় ছেলে।

ইজতেমা ময়দানের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের লাখো মানুষ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে হাজির হন।

এর আগে আজ বাদ ফজর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। বাদ জুমা বয়ান করছেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম, বাদ আসর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের হাফেজ মনজুর। তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন।

বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা জমশেদ। তাঁর বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। আখেরি মোনাজাতের আগপর্যন্ত ধারাবাহিকভাবে বয়ান চলবে। মুসল্লিতে ময়দান পরিপূর্ণ।

মো. সায়েম আরও বলেন, তৃতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। সেদিন বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হবে।

ইজতেমা ময়দানে জুমার জামাতে অংশ নেওয়া মুসল্লিদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

এদিকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আজ বেলা ১টা পর্যন্ত ৪৭টি দেশের দেড় হাজার বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন।

আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু