হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৮ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের পানিসাইল এলাকায় পরিত্যক্ত টিনের ঘর থেকে জুয়া খেলার সময় ১৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. হাফিজুর রহমান (৪৮), মো. শামীম হোসেন (৩১), মো. নজরুল ইসলাম (৩৬), সোহাগ মিয়া (৩২), মো. শফিকুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৬০), মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. আবদুল হালিম (২৮), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. কামাল হোসেন (৪১), নুর ইমাম (৩৫), আবদুল করিম (২৭), মো. লাল মিয়া (৩০), মো. রতন মৃধা (৪১), মো. সোহেল (৩৮), লিটন মিয়া (৩২) ও ইউনুস আলী (৩২)। 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০৮টি তাস, ১১ হাজার ৪৭০ টাকা এবং ৭ বান্ডিল তাসের প্যাকেট জব্দ করা হয়। 

গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে কাশিমপুর থানায় প্রকাশ্য জুয়া খেলা আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়। আজ আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে