হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৮ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের পানিসাইল এলাকায় পরিত্যক্ত টিনের ঘর থেকে জুয়া খেলার সময় ১৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. হাফিজুর রহমান (৪৮), মো. শামীম হোসেন (৩১), মো. নজরুল ইসলাম (৩৬), সোহাগ মিয়া (৩২), মো. শফিকুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৬০), মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. আবদুল হালিম (২৮), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. কামাল হোসেন (৪১), নুর ইমাম (৩৫), আবদুল করিম (২৭), মো. লাল মিয়া (৩০), মো. রতন মৃধা (৪১), মো. সোহেল (৩৮), লিটন মিয়া (৩২) ও ইউনুস আলী (৩২)। 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০৮টি তাস, ১১ হাজার ৪৭০ টাকা এবং ৭ বান্ডিল তাসের প্যাকেট জব্দ করা হয়। 

গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে কাশিমপুর থানায় প্রকাশ্য জুয়া খেলা আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়। আজ আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১