হোম > সারা দেশ > ঢাকা

টাইমস্কেল জটিলতার স্থায়ী সমাধান চান প্রাথমিক শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাইমস্কেল ফেরতের নির্দেশনা বাতিলসহ তিন দফা দাবিতে সমাবেশ করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে টাইমস্কেল-সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

আট বছর পর অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রায় ৫০ হাজার জাতীয়করণ করা হয়। সে সময় প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা বাতিলসহ তিন দফা দাবিতে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। 

সমাবেশে বক্তারা বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকরির শর্তাবলি নির্ধারণ) বিধিমালা ২০১৩’ অনুযায়ী কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও প্রযোজ্য টাইমস্কেল প্রদান এবং অধিগ্রহণ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত যেসব প্রধান শিক্ষকের নাম গেজেট থেকে বাদ পড়েছে, তাঁদের প্রধান শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করতে হবে। 

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রায় আট বছর পর অর্থ মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত দিতে অবৈধ পত্র দিয়েছে। ফলে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকরির শর্তাবলি নির্ধারণ) বিধিমালা ২০১৩ বিধি (৯) উপবিধি (১)-এর ভুল ব্যাখ্যা দিয়ে তাঁদের প্রাপ্য অধিকার বঞ্চিত করছে। বিধান অনুযায়ী চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল কিন্তু পেয়ে আসছিলেন প্রাথমিক শিক্ষকেরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইন, বিধির তোয়াক্কা না করে কার্যকর চাকরিকালের পরিবর্তে ২০১৩ সালের ১ জানুয়ারি ধরে জ্যেষ্ঠতার তালিকা করায় জাতীয়করণ করা অনেক শিক্ষক জ্যেষ্ঠতার তালিকা থেকে বাদ পড়েছেন। এখন তাঁদের প্রত্যেকের ৫-৬ লাখ টাকা করে কেটে নেওয়া হচ্ছে। 

হাতিয়া থেকে মানববন্ধনে অংশ নিতে আসা আল-হাবিব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আট বছর ধরে আমরা সরকারি গেজেট ও পরিপত্র অনুসারে টাইমস্কেল পাচ্ছি। কিন্তু গত বছরের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করে বিগত সময়ে পাওয়া টাইম স্কেল ফেরত চাচ্ছে। এই কালো পরিপত্র বাতিলের দাবিতে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি।’ 

সমাবেশে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আবদুর রহমান বাচ্চু, বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব শেখ আবদুস সালাম মিয়া ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. মাহবুবুল হকসহ অন্যরা। সমাবেশে শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন