হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর):  প্রচণ্ড রোদ উপেক্ষা করে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আজ মঙ্গলবার ভোর থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে।

বাংলাবাজার ঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে দক্ষিনাঞ্চল থেকে যাত্রীরা আসছে শিবচরের বাংলাবাজার ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলারে করে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসতে হচ্ছে যাত্রীদের।

মো. হামিদ মিয়া নামের এক যাত্রী বলেন,'ভোরে গরম কম থাকায় রওনা দিয়েছি। কিন্তু ঘাটে এসে দেখি হাজার হাজার যাত্রী। গাদাগাদি করেই পার হতে হচ্ছে।'

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে ১৮ টি ফেরি চলাচল করছে। ফেরিতে সহনীয় পর্যায়ে যাত্রী তোলা হচ্ছে। যাত্রী চাপ বেশি রয়েছে। তবে যানবাহনের সংখ্যা কম।

চরজানাজান নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য নৌ-পুলিশের টিম ঘাটে কাজ করে যাচ্ছে। ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হচ্ছে না।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে উভয়ঘাটগামী যাত্রীদের ভিড় রয়েছে। সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি