হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর):  প্রচণ্ড রোদ উপেক্ষা করে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আজ মঙ্গলবার ভোর থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে।

বাংলাবাজার ঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে দক্ষিনাঞ্চল থেকে যাত্রীরা আসছে শিবচরের বাংলাবাজার ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলারে করে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসতে হচ্ছে যাত্রীদের।

মো. হামিদ মিয়া নামের এক যাত্রী বলেন,'ভোরে গরম কম থাকায় রওনা দিয়েছি। কিন্তু ঘাটে এসে দেখি হাজার হাজার যাত্রী। গাদাগাদি করেই পার হতে হচ্ছে।'

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে ১৮ টি ফেরি চলাচল করছে। ফেরিতে সহনীয় পর্যায়ে যাত্রী তোলা হচ্ছে। যাত্রী চাপ বেশি রয়েছে। তবে যানবাহনের সংখ্যা কম।

চরজানাজান নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য নৌ-পুলিশের টিম ঘাটে কাজ করে যাচ্ছে। ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হচ্ছে না।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে উভয়ঘাটগামী যাত্রীদের ভিড় রয়েছে। সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ ব্যাংকে থাকবে ‘স্যাটেলাইট ফায়ার স্টেশন’, ফায়ার সার্ভিসের সঙ্গে চুক্তি

গুলশানে প্লট দখল: সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড