হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ক্যাসিনোর আসরে অভিযানে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৭

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো খেলার অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনোর আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে ছয় পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

গতকাল রোববার রাতে শ্রীপুর পৌরসভার বেতঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাকিবুল হাসান, এমরান হোসেন, কনস্টেবল ফিরোজ হোসেন, রিয়াদ, আশরাফুল ইসলাম ও আবুল কালাম।

আটক ব্যক্তিরা হলেন মো. মোশাররফ হোসেন (৩১), মো. সেলিম মিয়া (৩২), মো. আবু বক্কর ছিদ্দিক (১৯), মো. নাজমুল হোসেন (২৭), মো. আব্দুর রহমান (৫২), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সোহেল রানা (৩৪)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেতঝুড়ি গ্রামের মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে অনলাইনে ও জুয়ার বোর্ডের মাধ্যমে ক্যাসিনো চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালায় জয়দেবপুর থানা-পুলিশ। এ সময় ঘরে তল্লাশি করতে ঢুকলে তাঁদের ঘিরে ফেলেন জুয়াড়িরা। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত মোশাররফ হোসেনসহ সাতজনকে আটক করে। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘অভিযান চালানো স্থানটি দুই থানার সীমান্তে ছিল। জায়গাটা মূলত শ্রীপুর থানার অধীনে। জয়দেবপুর থানা-পুলিশ সেখানে অভিযানে গেলে জুয়াড়িরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে সাতজনকে আটক করি এবং পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ