হোম > সারা দেশ > ঢাকা

মাগুরা-যশোর মহাসড়কে ৩ দিন যান চলাচল বন্ধ

মাগুরা প্রতিনিধি 

ফটকি নদীর ওপর নির্মিত বেইলি সেতু। ছবি: আজকের পত্রিকা

পুরোনো বেইলি সেতু সংস্কার শুরু করায় আগামীকাল শুক্রবার সকাল থেকে তিন দিন বন্ধ থাকবে মাগুরা-যশোর মহাসড়কে সব ধরনের যান চলাচল। শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপরের বেইলি সেতুটির সংস্কারের জন্য মাগুরা থেকে যশোর প্রায় ৫২ কিলোমিটার সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকবে বলে মাগুরা সড়ক বিভাগ জানিয়েছে। তবে বিকল্প পথে যাতায়াতের জন্য নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘সেতুটি নির্মাণ হয়েছে প্রায় ৪০ বছর হয়ে গেছে। এ রকম স্টিলের কাঠামো সেতুর কিছু সংযোগস্থলে সংস্কার প্রয়োজন। ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় আমরা এটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।’

মো. রাসেল বলেন, খুলনা সড়ক এলাকার আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো বেইলি সেতুটির স্থানে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর দড়াটানা মোড় থেকে মাগুরা ভায়না মোড় জাতীয় মহাসড়কের প্রায় মাঝামাঝি অংশে অবস্থিত ফটকি নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারকাজ শুরু হবে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত আড়পাড়ার এই বেইলি সেতুটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে মাগুরা-যশোর মহাসড়কে যাতায়াতকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মাইকিংসহ নানা রকম প্রচারকাজ চলমান বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ